Tuesday, September 30, 2014

Importance of "Lemon"



রূপচর্চার জন্য লেবু একটি শ্রেষ্ঠতম উপাদান। সৌন্দর্য চর্চায় লেবুর ব্যবহার আজ
থেকে হয়নি। প্রাচীন মিশর এবং গ্রীস্মের রাজকুমারীরাও লেবুর সমাদর করতেন।
লেবুকে তারা তাদের রূপচর্চার একটি বিশেষ উপকরণ
হিসেবে ব্যবহার করতেন। এজন্য চীন
দেশে লেবুকে বলা হতো ‘লিমুং’। অর্থাৎ মেয়েদের
জন্য উপকারী। চীনের উপকথায় আছে- কোন এক
রূপসী সম্রাজ্ঞী লেবু থেকে তার রূপচর্চার উপকরণ
তৈরি করতেন এবং তার সৌন্দর্যের তথ্যটি গোপন
রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর
ব্যাপারটি জানাজানি হয়ে গেল। আর তখন
থেকে মেয়েরা রূপচর্চায় লেবু ব্যবহার করে আসছেন।

*প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি একগ্লাস
কুসুম গরম পানিতে অর্ধেকটা পাতি লেবুর রস
সামান্য মধু অথবা চিনি দিয়ে মিশিয়ে খান
তাহলে শরীরের ক্লান্তি দূর হয় যাবে। শরীরের
চামড়ার ফুটে উঠবে আভা। চোখ-
মুখে বিবর্ণতা মুছে গিয়ে ত্বকের
ঔজ্জ্বলতা বাড়বে বহুগুণ।

*মুখে শ্রী বাড়ানোর জন্য এক টুকরো লেবুর রসের সাথে দু’চামচ দুধ মিশিয়ে তুলার সাহায্যে মুখে প্রলেপ লাগাবেন। পনেরো-বিশ মিনিট এই প্রলেপ রাখার পর ধুঁয়ে ফেলবেন।

*শুষ্ক ও রুক্ষ্ম ত্বকের কমনীয়তা আনার জন্য লেবুর রস, গোলাপ পানি ও শসার রস সমপরিমাণে মিশিয়ে ঘাড়, গলা ও দেহের অন্যান্য অংশে মাখুন। পনেরো-বিশ মিনিট পর ধুয়ে ফেলুন।
*ডিমের সাদা অংশের সাথে অর্ধেকটা লেবুর রস ও কুসুম গরম পানি পেস্টের মতো করে মিশিয়ে নিন। এই প্রলেপটি আস্তে আস্তে ত্বকে মাখুন। শুকিয়ে যাবার
পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। তেলতেলে ত্বকের পক্ষে এটি ভীষণ উপকারী ।

*লেবুর রস ও শসার রস সমপরিমাণে মিশিয়ে নিন। ব্যস, হয়ে গেল অ্যান্ট্রিনজেন্ট লোশন তৈরি। এটি ত্বকে লাগেিয় দেখুন। কয়েকদিনের মধ্যেই ত্বকের তেলতেলে ভাব কমে যাবে।

* হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালি এসব জায়গায় বেশি ময়লা জমে। এ নিয়ে অনেকেরই দুঃশ্চিন্তার শেষ নেই। আধা টুকরো লেবু নিয়ে এই জায়গাগুলোতে ভাল করে ঘষে নিলে ময়লা উঠে গিয়ে ঝকঝকে হয়ে উঠবে।

*পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সাথে অল্প
মিহি চিনি মিশিয়ে মালিশ করে নেবেন। দশ মিনিট পর
হাত ধুয়ে নিন কুসুম গরম পানিতে। দেখবেন হাত-
পা কেমন পেলব কোমল মসৃণ হয়ে উঠেছে।

*ঘরের কাজ যেমন কাপড় কাচা, বাসন মাজা, ঘর
মোছা, এসব কাজ করতে করতে হাতে কড়া পড়ে যায়।
হাতের মোলায়েম ভাব নষ্ট হয়ে যায়।
এক্ষেত্রে গোলাপ পানির সাথে লেবুর রস
মিশিয়ে হাতের পাতায় মাখুন।

*অতুলনীয় সৌন্দর্যময় কেশরাজির পরিচর্যায়
লেবুর প্রয়োজন সর্বাধিক। প্রতিদিন গোসলের
আগে একটা লেবু চিপে রস বের করে সেই রস চুলের
গোড়ায় বিলি কেটে কেটে ঘষে লাগিয়ে দিন। এতে চুলের
গোড়া পরিষ্কার ও শক্ত চুলের খুসকি দূর হয়। এ
ছাড়া চায়ের পানি ছেঁকে সেই পানিতে একটা লেবুর রস
মিশিয়ে শ্যাম্পু করার পর সেই
পানি দিয়ে মাথা ধুয়ে ফেললে চুলের রুক্ষ্মভাব
কেটে চুল হবে রেশমের মতো কোমল-মসৃণ-উজ্জ্ বল।

No comments:

Post a Comment

Text Widget

Text Widget

Popular Posts

Recent Posts