Monday, September 29, 2014

Some post About Your Hair


চুল সম্পর্কে কিছু ভুল ধারণা





* দিনে বারবার চুল আঁচড়ালে চুলের স্বাস্থ্য
ভালো থাকে বলে অনেকেই বলেন। চুল
বেশি আঁচড়ালে টান লেগে বরং চুল পড়ার হার
বেড়ে যায়। দিনে পাঁচ-ছয়বার আঁচড়ানোই যথেষ্ট।

* চুল বারবার কামালে ঘন চুল ওঠে বলে ছোটবেলায়
আমরা অনেকেই মাথা ন্যাড়া করেছি। কিন্তু
এটি সম্পূর্ণ ভুল ধারণা।

এতে বরং চুল
কমে যাওয়ার ঝুঁকি থাকে।

* চুল টাইট করে বেণি করে ঘুমালে চুলের
বৃদ্ধি বেশি হয় বলে মেয়েরা মনে করে। কিন্তু
বেশি টাইট করে না বাঁধাই ভালো। এতে চুল
উঠে যাওয়ার ঝুঁকি থাকে।
লাইক দিলে আমরা অনুপ্রানিত হই। আপনি নিজেও
যদি লাইক না দেন তাহলে কয়েকদিন পর

No comments:

Post a Comment

Text Widget

Text Widget

Popular Posts

Recent Posts