Monday, September 29, 2014

Acidity ? Good Bye !!!


এসিডিটি কে গুডবাই 



1. পেটে গ্যাস হলে কয়েকটা লবঙ্গদানা,
আদা কুচি বা পুদিনা পাতা ওষুধের
মতো কাজে দেবে।
2. জিরা গরম তাওয়ায়
সেঁকে হালকাভাবে ছেঁচে নিত প্রতিবার
খাবার আগে এক গ্লাস পানিতে এটি এক চা চামচ
মিশিয়ে খেলে দ্রুত গ্যাসের উপশম হয়।
3. গ্যাসের ফলে বুক জ্বালাপোড়া করলে গুড়
খাবেন। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের
এটি এড়িয়ে যেতে হবে।
4. দাওয়াতে আমরা বোরহানি খে এর টকদই
হজমে সাহায্য করে এবং গ্যাস দূর করে।
5. পেটের
যে কোনো সমস্যা উপশমে প্রতি ৫-৬টি বা পাতা চিবিয়ে খেতে পারেন।
অথবা বাসক পাতা বেটে,
রোদে শুকিয়ে গুড়া করে নিয়মি পানি বা সমস্যা স্থায়ীভাবে দূর
হবে।
6. প্রতিবার খাওয়ার পর বাটার মিল্কের
সঙ্গে সামান্য গোল মরিচ
মিশিয়ে খেলে খেলে এসিডিটি দূর হয়


Who acidity !!! Goodbye 

1. the few labangadana stomach gas,
Grated ginger or mint leaves drugs
Will work like.
2 cumin hot taoyaya
Continues to take lightly baked contuse
It is a glass of water before a meal one teaspoon
Quick playing mixed gas is relieved.
As a result, the molasses 3.Gas gastritis
Eat. However, people with diabetes
It will go.
4 P's cheese party we borhani
Helps digestion and eliminating gas.
5 abdominal
5-6 or leaves to chew on any issues that can heal.
Or bedroom leaves Bethe,
The dried powder niyami water or permanently eliminate the problem
Will.
6. Butter milk after every meal
With a little black pepper

Playing playing mixed acidity is eliminated

No comments:

Post a Comment

Text Widget

Text Widget

Popular Posts

Recent Posts